আগামী ৪ মার্চ ইসলামে পর্দার বিধান ও মাদকের কুফল সম্পর্কে লেদা ইসলামী সমাজকল্যাণ পরিষদের মাহফিল

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে “ইসলামে নারীর পর্দার বিধান এবং মাদকের কুফল” সম্পর্কে টেকনাফবাসীকে আরো সচেতন করার লক্ষ্যে লেদা ইসলামী সমাজকল্যাণ পরিষদ এবারের তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। উক্ত মাহফিলে সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আগামী ৪মার্চ (বুধবার) বাদে আছর হতে শুরু হতে যাওয়া ১২তম তাফসীরুল কুরআন মাহফিল উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ষ্টেশন ময়দানে ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মৌলভী জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সংগঠনের সেক্রেটারী আব্দুর রহমান হাশেমীর সঞ্চালনায় উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন,ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ক্বারী আব্দুল্লাহ আল আমীন। বিশেষ আলোচক হিসেবে তাফসীর করবেন খ্যাতিমান মুফাচ্ছিরে কুরআন চকরিয়া শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শফিউল হক জিহাদী।

এছাড়া আমন্ত্রিত ইসলামী চিন্তাবিদগণ উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে মূল্যবান তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলে যোগদান করে ইহকাল ও পরকালের মুক্তি হাসিলে সদয় হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। ##