Wednesday, January 19, 2022
Homeকক্সবাজারআওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন বর্ণিল সাজে কক্সবাজার ॥ উজ্জীবিত নেতাকর্মীরা

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন বর্ণিল সাজে কক্সবাজার ॥ উজ্জীবিত নেতাকর্মীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥

২২ অক্টোবর শুরু হচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হলেও সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় কক্সবাজারেও নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে। সম্মেলনকে ঘিরে শুধু এখানকার আওয়ামীলীগ নয়, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দিপনা। শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে সম্মেলনকে কেন্দ্র করে সাঁটানো হয়েছে পোস্টার ও ডিজিটাল ব্যানার। ব্যানার-ফেষ্টুন সাঁটানোর পাশাপাশি জেলা আওয়ামীলীগ অফিসসহ বিভিন্ন স্থানে করা হয়েছে আলোক সজ্জা। বিশেষ করে শহরের প্রধান প্রধান মোড়, পর্যটন এলাকাসহ বিভিন্ন স্থানে বড় বড় বিলবোর্ডে ব্যানারের মাধ্যমে সম্মেলনের সফলতা কামনা করা হয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। সম্মেলনে যোগ দিতে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা অবস্থান করছেন। আর বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বাসে করে ঢাকায় জাতীয় সম্মেলনে যোগ দিতে শতাধিক নেতাকর্মী কক্সবাজার ছেড়েছেন। এবার জেলা থেকে প্রায় পাঁচশ ডেলিগেট ও শতাধিক কাউন্সিল সম্মেলনে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। সব মিলিয়ে ২২ ও ২৩ অক্টোবরকে ঘিরে কক্সবাজারে এ যেন এক নতুন আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে জেলা আওয়ামীলীগের সম্মেলন ছাড়া এতটা উচ্ছ্বাস-আনন্দ আর কখনোই দেখা যায়নি দলটির নেতাকর্মীদের মধ্যে।
unnamed-1

RELATED ARTICLES

Most Popular

Recent Comments