অাওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলন : প্রস্তুতি কমিটির বৈঠক মঙ্গলবার, কার্যনির্বাহী সংসদের বুধবার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক |
জাতীয় সম্মেলন উপলক্ষে দুটি গুরুত্ব বৈঠকে বসছে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সম্মেলন প্রস্তুতি কমিটি এবং বুধবার বিকাল ৫টায় দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক।

দুটি বৈঠকই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

এতে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন বলে উল্লেখ করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে দলের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন উপলক্ষ্যে গঠিত উপ-কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।