টেকনাফ টুডে ডেস্ক : তিন দশকের অভিনয় ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কাজ করেছেন রাফিয়াথ রশিদ মিথিলার। তবে এবারই প্রথম মূলধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।
সিনেমাটি সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গতকাল ‘অমানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মিথিলা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ছবির সংশ্লিষ্টরা।
এদিকে, ছবির নির্মাতা অনন্য মামুন জানান, বাস্তব ঘটনা নিয়ে ছবিটি তৈরি হবে। আর এর শুটিং হবে সুন্দরবনে। কিছুদিন আগে, ছবির গল্প লেখা সম্পন্ন হয়েছে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা।
জানা গেছে, ‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। আগামী ২৫ মার্চ থেকে ছবির শুটিংয়ে শুরু হবে।
‘অমানুষ’ ছবিতে নিরবের বিপরীতে দেখা যাবে মিথিলাকে