অবশেষে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চলচ্চিত্র পরিচালক সমিতির মধ্যে চলা বিতর্কের অবসান হলো। পরিচালক সমিতির অফিসে হাজির হয়ে দুঃখ প্রকাশ করেছেন শাকিব খান।
রাজশাহী থেকে সরাসরি রোববার সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসিতে পৌঁছান শাকিব। এরপর তাকে নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে শাকিব খান দুঃখ প্রকাশ করেন।
এ সময় শাকিব খান বলেন, ‘আমি বেকার এই অর্থে বলেছি যে, ইন্ডাস্ট্রিতে ছবি নির্মাণের হার কমে যাচ্ছে। যেকারণে অনেকেই বেকার হয়ে পড়ছেন এবং আড্ডা মেরে সময় পার করছেন। আমি কাউকে ছোট করতে এ কথা বলিনি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
প্রসঙ্গত, শাকিব খান কিছুদিন আগে সংবাদমাধ্যমে বলেছেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা নির্মিত হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন, কিন্তু কাজ করছেন কতজন?’
‘প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’ যোগ করেন তিনি।
এরপরই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়। চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র পরিচালক সমিতি, গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন, নৃত্য পরিচালক সমিতি, স্থিরচিত্র গ্রাহক সমিতি, সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতিসহ আরও কয়েকটি সংগঠন শাকিব খানকে নিয়ে অনির্দিষ্টকালের জন্য কাজ না করার ঘোষণা দেন।
শনিবার পরিচালক সমিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
পরে এই বিতর্ক সমাধানে এগিয়ে আসেন প্রযোজক খোরশেদ আলম খোশরু, আরশাদ আদনান ও চিত্রনায়ক আলমগীর।
এদিকে শাকিব খান দুঃখ প্রকাশ করার পর পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব খান এখন থেকে নিয়মিতভাবে তার কাজ করতে পারবেন। শাকিব আমাদের পরিবারেরই একজন সদস্য। তার সঙ্গে যা হয়েছে, সেটা ভুল বোঝাবুঝি।’