Thursday, January 20, 2022
Homeসারাদেশঅবশেষে মারা গেল সেই নবজাতক

অবশেষে মারা গেল সেই নবজাতক

টেকনাফ টুডে ডেস্ক |
ফরিদপুরে দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা সেই নবজাতক গালিবা হায়াত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই নবজাতকের মৃত্যু হয় হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে জানান। সে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।

উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে ওই নবজাতককে হেলিকপ্টারে করে ঢাকা আনা হয়। এতে সহায়তা করেন হাঙ্গেরিপ্রবাসী এক বাংলাদেশী।

সোমবার বাদ জোহর ফরিদপুর শহরের চানমারী ঈদগা জামে মসজিদে জানাজা শেষে শিশুটির লাশ আলীপুর গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে নাজমুল হুদা ও নাজনীন আক্তার দম্পত্তির ওই কন্যাশিশুটির জন্ম হয়। ৫ মাস ২২ দিনের মাথায় ভুমিষ্ট হওয়ায় নবজাতকটিকে ওই সময় চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

পরে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দাফনের সময় শিশুটি কেঁদে ওঠলে তাকে নিয়ে হইচই শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments