অপহৃত ৫ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নাফ নদীতে মাছ শিকাররত জেলেদের উপর গুলিবর্ষন করে অপহরণ করে নিয়ে যাওয়া ৫ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি।

টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, শনিবার দুপুরে তাদেরকে ফিরিয়ে অানা হয়।

ফিরিয়ে আনা ৫ জেলে হচ্ছে আব্দুল গফুরের পুত্র আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের পুত্র ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের পুত্র শাহ আলম, আব্বাসের পুত্র মোঃ রফিক ও আব্দুল জলিলের পুত্র পেটান আলীকে নৌকা-জালসহ অপহরণ করে নিয়ে যায়।

উল্লেখ্য শনিবার সকালে নাফ নদীর কাঞ্চর পাড়া পয়েন্ট দিয়ে ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল বিজিপি। এসময় গুলিবিদ্ধ হয়েছিল অপর এক জেলে।