অন্যের ‘চাপিয়ে’ দেওয়া যুদ্ধ পাকিস্তান আর করবে না : ইমরান

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago
‘অন্যের ‘চাপিয়ে’ দেয়া যুদ্ধ করবে না পাকিস্তান’

টেকনাফ টুডে ডেস্ক :: পাকিস্তান নিজের ভূখণ্ডে আর অন্যের চাপিয়ে দেওয়া যুদ্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার দেশের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদ লয়াজিরগায় দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।

ইমরান খান আরও বলেন, ‘অনেক রক্ত-ঘাম ঝরিয়ে আমরা দেশের ভেতরে চাপিয়ে দেওয়া যুদ্ধ করেছি। এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙে গেছে।’

দেশটির সরকারি গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের দিকে ইঙ্গিত করেই মূলত এমন মন্তব্য করেছেন ইমরান খান। ওই সময় মার্কিন চাপের মুখে আফগান যুদ্ধে জড়িয়ে পড়েছিল পাকিস্তান।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ইমরানকে উদ্ধৃতি করে জানিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান এবং এর সেনাবাহিনী যা করেছে তা অন্য কোনো দেশ বা সশস্ত্র বাহিনী করেনি।

গতকাল উত্তর ওয়াজিরিস্তান সফরের সময় ইমরান খানের সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী মাহমুদ খান। উত্তর ওয়াজিরিস্তানের নবনির্বাচিত উপজাতীয় জেলাগুলোতে এটাই ছিল তার প্রথম পরিদর্শন।