এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলাপর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা গতকাল শনিবার বিকালে মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিএমচর ইউনিয়ন পরিষদ একাদশ ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ।
খেলা শেষের স্টেডিয়ামে বিজয়ী ও বিজিত ফুটবল টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত ফুটবল টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইরফান উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, জেলা ক্রীড়া অফিসার মিল্কি, চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মুফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, ক্রীড়া সংস্থার সদস্য জিয়াবুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, দুই টিমের কোচ, কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, উপজেলাপর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এ চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১৯টি ফুটবল টিম প্রতিযোগিতায় থাকলেও লটারীতে তিনটি টিম বাদ যায়। ফলে ১৬টি ফুটবল টিম টুর্নামেন্টে অংশ নেন।
তিনি বলেন, প্রথম রাউন্ডের খেলা শেষে সর্বশেষ সেমিফাইনালে বিজয়ী হয়ে বিএমচর ইউনিয়ন একাদশ ও চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ গতকাল শনিবার ফাইনাল খেলায় মুখোমুখি হন। ###