টেকনাফ টুডে ডেস্ক |
কাজে কোনো ধরনের অনিয়ম হলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
একইসঙ্গে সবাইকে সময়মতো অফিসে উপস্থিত হতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিমকোর্টের সব শাখার সুপারদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিমকোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আদালত কোনো জামিন আদেশ দিলে তা তিন কার্যদিবসের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আর অন্যান্য যে কোনো আদেশ অবশ্যই সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এর ব্যতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে সবাইকে সময়মতো অফিসে উপস্থিত হতে বলেন তিনি।
এছাড়া সব ক্লার্ককে তাদের পোশাক এবং পরিচয়পত্র নিশ্চিত করার কথা জানান তিনি। আর পরিচয়পত্র ছাড়া কাউকেই যেন শাখায় ঢুকতে না দেয়া হয়- তা নিশ্চিত করতে বলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।