অগ্রসর হচ্ছে আসাদ বাহিনী, আতঙ্কে ইসরাইলি বাহিনীতে ‘হাই এলার্ট’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

অনলাইন ডেস্ক |

ইসরাইলে সেনাবাহিনীতে হঠাৎ হাই এলার্ট জারি করা হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে গোলান মালভূমি এলাকায় আসাদ বাহিনী অগ্রসর হওয়ার প্রেক্ষিতে শুক্রবার এ হাই এলার্ট জারি করা হয়েছে।

ইসরাইলে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।

ইসরাইলের হারেৎজ পত্রিকায় বলা হয়েছে, সদ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়া সিরিয়ার গোলান মালভূমি এলাকায় সিরিয়ার সৈন্যরা অগ্রগতি হওয়ায় ইসরাইলের সেনাবাহিনীতে হাই এলার্ট জারি করে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সিরিয়ার ও ইসরাইল সীমান্তে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেছেন ইসরাইলের জিফ অব স্টাফ জেনারেল আইজেনকট।